January 15, 2026, 4:49 pm

পানছড়িতে সরিষা চাষে কৃষক মাঠ দিবস কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী। তিনি বলেন, “সরিষা চাষে কম সময় ও কম খরচে অধিক লাভ নিশ্চিত করা সম্ভব। আমন ধান কাটার পর সরিষা এবং পরবর্তীতে বোরো ধান আবাদ করে দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা যায়।”

তিনি আরও জানান, সরিষা মাত্র ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে কর্তনযোগ্য এবং প্রতি বিঘা জমিতে ৫ মণের বেশি ফলন পাওয়া সম্ভব। তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি পেলে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী মো. আব্দুল মোহিত এবং পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। এছাড়া স্থানীয় কৃষক প্রতিনিধি শ্যামল চাকমাসহ এলাকার বিভিন্ন গ্রামের কৃষক ও কৃষাণীগণ অংশগ্রহণ করেন।

কৃষক মাঠ দিবসে সরিষা চাষের আধুনিক প্রযুক্তি, সার ও বীজ ব্যবস্থাপনা এবং লাভজনক ফসল বিন্যাস বিষয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা