February 16, 2025, 12:48 pm

সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তায় গেইট নির্মাণ যে কোন সময় হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ আতঙ্কে এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে একটি মহল্লার প্রধান সড়কের (হিরাজিল ১৪ নং রোডের পুরান পট্টি নামে পরিচিত) দুই পাশে গেইট দিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে মক্কীনগর মাদ্রাসা জনৈক মনির হোসেন নামে এক প্রভাবশালী মহল্লার প্রধান সড়কের দুই পাশে গেইট নির্মান করায় এলাকাবাসীর মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) দুপুরে এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং বাকবিতান্ডা হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ি সংর্ঘের আশংকা প্রকাশ করছে এলাকাবাসী। ‘‘মহল্লার সড়কের মধ্যে কেউ গেইট নির্মান করে জনসাধারণের চলাচল বাধা দিতে পারে না’’ বলে জানিয়ে নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জানান, এ রস্তা দিয়ে সিাআইখোলা ও মক্কীনগর মাদরাসা এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘ দিন যাবত চলাচল করে আসছে। মক্কীনগর মাদ্রাসা রবিউল ইসলাম জানান, মাদ্রাসার সামনের অংশ সরকারী জমি হওয়ায় তারা লীজ নিয়ে দোকান পাট নির্মান করে ভাড়া দিয়েছেন। ঐ জমি মহল্লার মনির হোসেন নামে এক প্রভাবশালীর সাথে আদালতে মামলা চলে আসছে। বর্তমানে মাদ্রাসা বন্ধ থাকার সুযোগে মহল্লার প্রধান সড়কের দু’ পাশে গেইট নির্মা…

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা