February 17, 2025, 12:58 am

বেনাপোলে পিস্তল গুলিসহ একাধিক মামলার আসামি আটক

বেনাপোলে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আঃ সাত্তার মোড়ল (৫০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আ: সাত্তার মৃত জাহান আলী মোড়লের ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক চিহ্নিত সন্ত্রাসী আঃ সাত্তার মোড়লের বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে অভিযান চালিয়ে একটি সচল লোহার তৈরী পিস্তল, ০৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা