February 17, 2025, 1:50 am

সভাপতি মোশারফ সম্পাদক জাহাঙ্গীর নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন (২০২২ ) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো: মোশারফ হোসেনকে সভাপতি, জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক, আতাউর রহমান প্রিন্স ও জামান মীর্জাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কদমতলী এলাকায় মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে শনিবার (২৬ মার্চ) বিকেল ৪ টায় এসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: মনিরুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম হীরা, যুগ্ন আহবায়ক অকিল উদ্দন ভূঁইয়া, টিএইচ তোফা, গাজী মনির ও সাখাওয়াত মোল্লাসহ প্রমুখ।
কমিটি ঘোষনার আগে প্রধান অতিথি বলেন, পদ পাওয়া না পাওয়া বড় কথা নয়। সবাইকে পদ দেওয়া সম্ভব না। আজ যারা পদ পায়নি তারা আগামীতে পাবে। দল সবসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে থাকে। তাই প্রতিটি নেতাকর্মীকে সক্রিয়ভাবে দলীয় কাজ ও কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হবে। দলের দুর্দীনে যারা রাজপথে থাকবে দল কখনো তাদের ভুলে না। এটা সকলকে মনে রাখতে হবে। নতুন কমিটি কাজের দ্বারা তাদের যোগ্যতা প্রমাণ করবে বলে বিশ্বাস রয়েছে। মামলা হামলার ভয় যারা করে তাদের দলে না থাকাই উত্তম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা