আব্দুল মান্নান খান, মতলবে সরকারী রাস্তার গাছ কেটে নিলেন বনয়নের সুবিধাভূগীদের সভাপতি মোঃ রেজাউল কবির মুকুল।৮ ডিসেম্বর বুধবার তিনি বেশ কয়েকজন লোকের মাধ্যমে এটি করেন।
সরজমিনে দেখা যায় মতলব দক্ষিন উপজেলার দগরপুর – জোরপুল রাস্তার নওগাঁও এলাকায় সরকারী রাস্তায় বন বিভাগের বনায়নের দুটি মোটা রেন্ট্রি করি গাছ কেটে নিচ্ছেন ওই রাস্তার বনায়নের সভাপতি রেজাউল কবির মুকুল
বিষয়টি সংবাদ কর্মীর নজরে এলে সরকারী গাছ কেটে নেওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় আমার ৬০ ফিট জায়গা নিয়েছে । আমি সরকারের কাছ থেকে কোন টাকা পাইনি । করুই গাছ সরকারী না এগুলো আমার লাগানো গাছ তাই আমি কেটে নিচ্ছি ।
এছাড়াও ওনার নিজ বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি কাটা শিশু গাছের টুকরো দেখা যায়।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা
কামরুল ইসলাম বলেন ঐ রাস্তার সব গাছ আমাদের । ওনি কোন ধরনের গাছিই কেটে নিতে পারেনা। আমি ট্রেনিং-এ রয়েছি আমার সহকর্মীদের দিয়ে খোজ খবর নিয়ে ব্যাবস্থা নিবো।