January 15, 2026, 3:04 pm

লালমনিরহাটে অবৈধ ওয়ান স্টার ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোড় এলাকায় অবস্থিত অবৈধ ওয়ান স্টার ইটভাটা ভেঙে চুরমার করেছে প্রশাসন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ইটভাটাটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এ্যাসিল্যান্ড) এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ওয়ান স্টার ইটভাটাটির বৈধ কাগজপত্র না থাকায় এবং সরকারি আদেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করার অপরাধে ভাটাটির চিমনি ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় জনগণ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা