February 8, 2025, 4:12 am

ক্ষুদ্র ও প্রান্তিক ২৭০০ জন কৃষক বিনামূল্যে পেল বোরো হাইব্রিড ধানের বীজ

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো উফশী এবং হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৭শত জন কৃষকদের মাঝে ওই ধানের বীজ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ঋতু রাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা কালিপদ মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

কেশবপুর উপজেলা কৃষি অফিসার ঋতু রাজ সরকার বলেন, পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ৭শত জন ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা