May 5, 2024, 1:31 pm

ঝিনাইদহে কৃষি জমিতে পুকুর খননের অপরাধে কৃষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক কৃষককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামে। এলাকাবি জানান, রাতের আধাঁরে কৃষি জমিতে পুকুর কাটছিলেন সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামের জান মাহমুদ। খালের মুখে পুকুর কাটার ফলে এলাকার শত শত জমি তলিয়ে যাওয়ার আশংকায় গ্রামবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাতেই জান মাহমুদকে আটক করে। শনিবার ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন। জান মাহমুদ ওই কৃষি জমি মামুনশিয়া গ্রামের জনৈক ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে পুকুর খনন করছিল।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল ডাল তেল, গ্যাস, বিদ্যুৎ, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে সোমবার বিকেলে কোটচাঁদপুর মেইন বাজার সরকারি কলেজ হোস্টেল চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা জেলা বিএনপির অন্যতম সদস্য আবুবকর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, যুগ্ম আহ্বায়ক বেনজামিন, পৌর কাউন্সিলর মাহবুব খান হানিফ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, হাফিজুর, ডিপলু,জনি, শাওন, শুভ,শিলন,প্রমুখ।এসময় যুবদল, ছাত্র দল, কৃষক দল,শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন হামলা মামলা দিয়ে বিএনপি’র আন্দোলন বন্ধ করা যাবে না। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে’। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম কমানোর সহ বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন বিক্ষোভ সমাবেশস্থল।

ঝিনাইদহের রানু সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের আলহাজ রোকনুজ্জামান রানু। তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি। সম্প্রতি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নির্বাচিত হন। গত শনিবার ঢাকা ইঞ্জিনিয়ারি ইন্সটিটিউট মিলনায়তনে নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহা-সচিব খন্দকার এনায়েত উল্যাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ মালিক সমিতি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে ঝিনাইদহ থেকে রোকনুজ্জামান রানু সদস্য নির্বাচিত হলেন। কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ায় রোকনুজ্জামান রানুকে অভিনন্দন জানিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল সদস্য, কর্মকর্তাÑকর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা