March 19, 2024, 10:16 am

কেশবপুরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ইটভাটা বন্ধ \ জরিমানা আদায়

কেশবপুর প্রতিনিধিঃকেশবপুরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক আলোচিত কাগজপত্র ছাড়াই পরিচালিত ১টি অবৈধ ইটভাটা ভ্রাম্যমান আদালত বন্ধ করে দিয়েছেন। ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশার (ভূমি) ইরুফা সুলতানা।
ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সন্যাসগাছা গ্রামের মেসার্স হামজা ব্রিক্সসটি দীর্ঘদিন ধরে কোন বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশার (ভূমি) ইরুফা সুলতানা ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (৪) ধারা মোতাবেক ভাটার ম্যানেজার তপন চক্রবর্ত্তীকে ১ লক্ষ্য টাকা জরিমানা প্রদানসহ মুচলেকা নেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা