May 6, 2024, 11:11 am

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ০৩ চাঁদাবাজ গ্রেফতার॥

প্রেস রিলিজ ঃগোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ০৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড ও গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত পৃথক অভিযানে বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে ০৩ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো ১। মোঃ ওবায়দুল (৪০), ২। মোঃ সজীব (২৮) এবং ৩। মোঃ আল-আমিন (৩৩)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে চাঁদাবাজির নগদ ১,৮০৫/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ওবায়দুল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী এলাকার মৃত দীন মোহাম্মদ এর ছেলে, মোঃ সজীব কিশোরগঞ্জ জেলার সদর থানার পিকুরজোড়া এলাকার মোঃ শামসুদ্দিন এর ছেলে এবং অপর আসামী মোঃ আল-আমিন কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী ও গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ১০০/- টাকা থেকে ২০০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন গাড়ির ড্রাইভার/হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা