নারায়ণগঞ্জ (২ ফেব্রুয়ারি ২০২৫): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক ঘোষণার মাধ্যমে জেলা বিএনপির নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়াইয়া দিপুকে ১ নং যুগ্ন-আহ্বায়ক এছাড়া কমিটিতে যুগ্ন-আহ্বায়ক হিসেবে রয়েছেন মাসুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
অধ্যাপক মামুন মাহমুদ তিনি আগেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন ।
এই কমিটি ঘোষণা করা হয় দলের জাতীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী। এক সংবাদ সম্মেলনে দলের নেতা-কর্মীরা নতুন কমিটি নিয়ে উল্লাস প্রকাশ করেছেন এবং আগামী দিনে জেলা বিএনপির কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতা কর্মীরা।
কমিটি ঘোষণা উপলক্ষে দলের নেতারা বলেন, “এখন থেকে আমাদের মূল লক্ষ্য হবে দলের ভিতর ঐক্য সৃষ্টি করা, জনমুখী কাজ করা এবং আগামী নির্বাচনে জনগণের রায় আমাদের পক্ষে নিয়ে আসা। আমরা বিএনপির আদর্শে বিশ্বাসী এবং দেশের মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর।”
এছাড়া, নবগঠিত কমিটি শিগগিরই দলের নতুন পরিকল্পনা এবং কর্মসূচি নিয়ে আলোচনা করবে। দলের নেতা-কর্মীদের মধ্যে আশাবাদী মনোভাব দেখা যাচ্ছে, এবং তারা মনে করছেন, এই নতুন কমিটি বিএনপিকে শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করবে।