February 16, 2025, 12:08 pm

দোলনচাঁপা ট্রেন বাদিয়াখালী স্টেশনে যাত্রা বিরতির দাবিতে গাইবান্ধায় গণ অনশন

সোহাগ মৃধা গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলন চাপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে গতকাল শনিবার বাদিয়াখালী রেল স্টেশনে এক গণ অনশন কর্মসূচি পালন করা হয়। গণ অনশনে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
দোলনচাঁপা ট্রেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানবাধিকার সংরক্ষণ পরিষদের জেলা সভাপতি কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে গণ অনশন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রাণী দেবী, জাহাঙ্গীর কবির, এলাকাবাসি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, অ্যাড. ফারুক কবির, গোলাম মোস্তফা, আব্দুল মাজেদ সালাফি, খোরশেদ আলম খোকন, মারুফ মিয়া প্রমুখ। বক্তারা গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবি জানান। এই দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা গণ অনশন থেকে ঘোষণা দেন। গণ অনশন শেষে বাদিয়াখালী স্টেশন মাস্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা