February 17, 2025, 12:43 am

মতলবে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের গাড়ী ভাংচুর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় যোগদান করতে যাওয়ার সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর গাড়ি বহরে হামলা করেছে দুর্বিত্তরা। শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ওই বহরে থাকা ছেঙ্গারচর পৌরসভার মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিমের প্রাইভেটকার সহ ৪ টি প্রাইভেটকার ভাংচুর করেছে। মাহবুবুর রহমান সেলিম এবং ওই গাড়ীতে থাকা ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর উদ্দীন পাটোয়ারী, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবউল্যা খোকন গুরুতর আহত হন।
আহত মাহবুবুর রহমান সেলিম বলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা যোগ দিতে আমরা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম ও অ্যাড. নুরুল আমিন রুহুলের গাড়ী বহরের সাথে ছিলাম। মতলব সেতুর কাছে পৌঁছতেই হঠাৎ করে এক দল লোক এসে আমার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করেছে। আমার গাড়ীতে থাকা সবাই আহত হয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা