বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে সরকারের কাছে থাকা সব নথিপত্র ৬০ দিনের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (১৩ জুন) এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল শনিবার (১২ জুন) হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ।
আবেদনে খালেদা জিয়ার সব ধরনের সনদ (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া খালেদা জিয়ার একটি জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়। রিট আবেদনে বিবাদী করা হয় স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি এবং খালেদা জিয়াকে।