May 5, 2024, 10:09 pm

খুলনায় ডিবি পুলিশের হাতে সাত কেজি হরিণের মাংসসহ একজন গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাত কেজি হরিণের মাংসসহ নুর ইসলাম গাজী (৪৩) কে গ্রেফতার করেছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বটিয়াঘাটা থানার গজালমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে পাইকগাছা থানার সরল গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে জানান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এস শেখ ইমরুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর বিকেলে বটিয়াঘাটা থানার গজালমারী গ্রামের জনৈক মনিরুল ইসলামের খাবারের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৭ কেজি হরিণের মাংসসহ নুর ইসলাম গাজী (৪৩) কে গ্রেফতার করে। মাংস উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় বন আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে আসামির বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা