April 30, 2024, 6:27 pm

উওরায় মেলা বসিয়ে চলছে চাঁদাবাজি।

রাজধানীর উওরা সেক্টর ৬ এলাকার সিটি করপোরেশনের পাশেই চলছে মেলা।আবার এই ধরনের মেলায় ডি এম পি অনুমতিও দিয়েছেন।এলাকাবাসী বলছেন,আবাসিক এলাকায় এই ধরনের মেলা তাদের বিরক্ত বোধ করছে ।সারাক্ষণ বিভিন্ন শব্দ দূষণের কারণে বাসায় থাকা যাচ্ছে না।অন্যদিকে কিশোর বয়সের ছেলেরা মেয়েদের বিরক্ত করছে।

মেলায় আগত বসতি বিভিন্ন দোকান থেকে লক্ষ লক্ষ চাঁদা তুলছে মেলা কমিটির বাবলু। ঈদের ২ সপ্তাহ আগে থেকে চলছে এই মেলা।কিন্তু ডি এম পির অনুমোদন নেয়া হয়েছে ১০ এপ্রিল।যে খানে পুলিশ চাঁদাবাজি নির্মূল করার কথা সেখানে পুলিশের নাকের ডগায় চলছে চাঁদাবাজি।গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে।রাজনৈতিক ছত্রছায়া ও পুলিশের সহযোগিতায় চলছে এই মেলা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেলা জমজমাট হওয়ার পর মেলা কমিটির বাবলু অতিরিক্ত টাকা চাঁদা আদায় করছে।বাবলু বিভিন্ন এলাকায় মেলার অনুমতির নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে রেখেছে।

এই বিষয়ে উওরা জোনের উপপুলিশ কমিশনার মোঃশাহজাহান একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা