April 26, 2024, 6:50 pm

যশোরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (১০ মে) সকালে সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে ওই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম সভাপতিত্ব করেন।

মহিলা সমাবেশ অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান এঁর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোঃ বিল্লাল বিন কাশেম, সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটি এর অধ্যক্ষ সাদিয়া শারমিন খান।

মহিলা সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্রান্ডিং) আমার বাড়ি, আমার খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও গুজব-অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলীসহ বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায়ের প্রায় দুই শতাধিক মহিলাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা