April 28, 2024, 6:27 pm

গাইবান্ধায় ৩টিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র জয়ী

গাইবান্ধা প্রতিনিধি;গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামীলীগ তিনটিতে এবং স্বতন্ত্র প্রার্থী দু’টিতে বিজয়ী হয়েছেন। রোববার রাতে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি)। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর (ট্রাক) ভোট পেয়েছেন ৬৪ হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামীলীগ প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকার (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের আবুল কালাম আজাদ (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ১৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ৪৫৩ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান (নৌকা) ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। ভোট কাস্ট হয়েছেন ৩৮.০৭ ভাগ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা