April 26, 2024, 4:11 pm

রূপগঞ্জে স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় মামলা

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি
পরিক্ষার্থী মেহেদী হাসান সজিব (১৭) হত্যা কান্ডের ঘটনায় গতকাল ১৬
এপ্রিল রবিবার রূপগঞ্জ থানায় মামলা রূজু করা হয়েছে। নিহত সজিবের পিতা
শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ভুলতা স্কুল এন্ড
কলেজের এসএসসি পরিক্ষার্থী ও নিহত সজিবের সহপাঠী শামীম (১৮), শাকিব
(১৮), টুটুল (১৮), সজিব (১৮),আবু বক্কর (১৯) ও রাহিমকে (১৮) এজাহার নামীয়
ও অজ্ঞাত আরোস৩/৪ জনকে আসামী করা হয়েছে। তাদের বাড়ি ভুলতা ইউনিয়নের
বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় মেহেদী হাসান
সজিব বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার প্রবেশপত্র সগ্রহ করতে স্কুলে আসে।
এসময় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে তার ওই সহপাঠীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সজিবকে ডেকে নিয়ে
যায়। পরে বিদ্যালয়ের গেটের বাইরে খোলা মাঠে তাকে কুপিয়ে হত্যা করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, স্কুল ছাত্র
সজিব হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা