মমিনুল ইসলাম :-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় সান-সাইন একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২২ এ অংশ গ্রহণকারী ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ বৃত্তি সহ মোট ৯জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) সকালে ছেংগারচর বাজারে অবস্থিত সান-সাইন একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং সান-সাইন একাডেমির সভাপতি বোরহান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিয়াজ উদ্দিন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সান-সাইন একাডেমির প্রধান উপদেষ্টা মো. মনির হোসেন বেপারী, প্রধান শিক্ষক রুজিনা আক্তার, সমাজ সেবক আহসান উল্ল্যা, সাংবাদিক কামাল হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃত্তি পাওয়া ৯জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ক্রীড়া ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।