April 26, 2024, 5:49 am

চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি ঃচলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রাণী, মাহমুদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, গত ২ আগষ্ট সন্ধ্যায় কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঈগল পরিবহনের বাসে যমুনা সেতুর পশ্চিমপাড়ে সুসংগঠিত একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে ওঠে ২৪/২৫ জন যাত্রীকে জিম্মি করে তাদের টাকা পয়সা, মোবাইলফোনসহ তাদের কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। এসময় যাত্রীদের জিম্মি করে তাদের উপর অত্যাচার করে কাউকে কাউকে মারপিট করে রক্তাক্ত করে। শেষে বাসে থাকা মহিলা যাত্রীদের উপর পাশবিক নির্যাতন চালিয়ে প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতদল তাদেরকে উপর্যুপরি গণধর্ষণ করে। ঢাকা-সিরাজগঞ্জ হাইওয়ের এই ঘটনা বলে দেয়, আমাদের দেশের হাইওয়ে পুলিশের দায়িত্বশীলতার প্রমাণ। হাইওয়ে পুলিশ একদিকে ব্যস্ত থাকে চাঁদা তোলার কাজে আর অন্যদিকে সাধারণ মানুষের জানমালের দায়িত্ব থাকে ডাকাত, নির্যাতকদের হাতে। আজ সমাজের সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি, কোথাও নিরাপত্তা নেই। বক্তারা অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা-মাদক-জুয়া পর্ণোগ্রাফি বন্ধসহ সাম্প্রদায়িকতা-মৌলবাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা