May 17, 2024, 7:50 am

যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২৫ জুন) বিকেলে কোতোয়ালী মডেল থানা ও চৌগাছা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে চৌগাছা ও কোতোয়ালি মডেল থানায় পৃথক-পৃথক মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।

জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি রূপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আশরাফুল ইসলাম, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর চৌগাছা থানার কয়ারপাড়া টালিখোলা গ্রামে যশোর টু চৌগাছা রোডস্থ জনৈক আব্দুল আলীম এর চাতালের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ২৫ জুন বিকেলে মোছাঃ হালিমা খাতুন (৪০) কে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সাহাপুর গ্রামের জহির উদ্দিন এর স্ত্রী। মাদক উদ্ধারের ঘটনায় এসআই মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেছেন।
অপর অভিযানে ২৫ জুন বিকেলে যশোর কোতয়ালী মডেল থানার জগহাটি গ্রামস্থ যশোর টু চৌগাছা রোডে জনৈক মোফাজ্জেল হোসেন মোফা এর বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে মোছাঃ আরজিনা (৪৫) কে ৩কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সে চৌগাছা থানার মাজালী গ্রামের মৃত কামাল হোসেন এর স্ত্রী। মাদকসহ গ্রেফতারের ঘটনায় এসআই মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় আরো একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেছেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপন কুমার সরকার বলেন, পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক-পৃথক মাদক মামলা করা হয়েছে। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এর দিক-নির্দেশনায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত জেলা গড়তে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা