May 11, 2024, 8:44 pm

সোনারগাঁয়ের কাঁচপুর এ্যাপোলো হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ভাঙচুর

সোনারগাঁয়ের কাঁচপুর এ্যাপোলো হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী বাহীনিরা। এ সময় এ্যাপোলো হাসপাতালের মালিক, তার স্ত্রী এবং দারোয়ানসহ আহত হয়। গতশনিবার (২৮ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার (২৯ মে) দুপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের স্ত্রী ময়না আক্তার সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহ মুন্সির ছেলে সেলিমের সঙ্গে সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের কুদরত আলীর ছেলে ও এ্যাপোলো হাসপাতালের মালিক মাসুম বিল্লাহের টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শনিবার দিনগত রাতে সেলিমের নেতৃত্বে ও সস্ত্রাসী সাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনের সহযোগী মামুন ও শান্ত সহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দারোয়ানকে মারধর করেন। পরে এ্যাপোলো হাসপাতাল হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় একটি আলট্রাসনোগ্রাফি, একটি সিআর, এক্সরে মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে সন্ত্রাসী বাহীনিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা