May 7, 2024, 7:16 pm

কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (১৮ মে) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

অনান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, সাংবাদিক কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান প্রমূখ।

উদ্বোধনী টুর্নামেন্টে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন বালক ফুটবল একাদশ এবং ৭নং পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। খেলায় ২-০ গোলের ব্যবধানে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হন।
খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান এবং সহকারী রেফারি ছিলেন নুরুল ইসলাম খান ও রাজু আহম্মেদ।

খেলা শেষে যশোরের হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বিজয়ী পাঁজিয়া ফুটবল একাদশ দলের ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচের পুরুষ্কার তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা