May 11, 2024, 4:09 pm

গাইবান্ধায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ সভা

গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রোববার স্থানীয় গণ উন্নয়ন কেন্দ্রের কনফারেন্স রুমে দিনব্যাপী কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।
গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা: মো. মামুদুর রহমান, ঢাকা বিভাগের উপ-পরিচালক ডা: মো. ফরিদ উদ্দিন আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার ডা: মনজুর হোসেন প্রমুখ।
মাল্টিসেক্টরাল অবহিতকরণ সভায় চিকিৎসক, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, শিক্ষা অফিসার, তথ্য অফিসার, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ অংশ নেন।
বক্তারা বলেন, সকল কিশোর-কিশোরী স্বাভাবিক পরিবর্তন মোকাবেলার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য, সহিংসতা, পুষ্টি, মানসিক স্বাস্থ্য ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ এর সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য সু-স্বাস্থ্য নিশ্চিত করতে পরিবারের অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা