November 12, 2025, 5:26 am

নাসিক নির্বাচনে মেয়র পদে অংশ নিতে মনোনয়ন কিনলেন বিএনপি নেতাসহ ৩ পদপ্রার্থী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নিতে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতাসহ ৩ পদপ্রার্থী। তারা হলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল এবং বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির ওই দুই নেতা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়ে বলেছিলেন বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এদিকে মনোনয়ন সংগ্রহের পর বিএনপির দুই নেতাই সাংবাদিকদের সামনে কথা বলেছেন। তারা উভয়ই বলেছেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বলে নীতিগত সিদ্ধান্তে অটল রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ নির্বাচনে অংশ নিলে দলের তাতে কোনো আপত্তি নেই। দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তকেই তারা সম্মান জানাবেন। দল যদি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আপত্তি করে তাহলে তারা নির্বাচন করবেন না।
মনোয়নপত্র সংগ্রহ করে মো রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা বলেন, আমাদের দল (বাংলাদেশ কল্যাণ পার্টি) নির্বাচনী মুখি দল সব সময় নির্বাচন মুখি আছি বলে আজ মনোয়ন পত্র সংগ্রহ করেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত রাজনীতি করে আসছি মানুষের কল্যাণের জন্য।
ভোট নাগরিকের অধিকার যদি সুষ্ঠ নির্বাচন হয় জনগণ ভোট দিবে। নাগরিকের অধিকারকে অক্ষুন্ন রাখার জন্য তাদের দাবি প্রয়োগ করার জন্য আমরা এই নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আশা করি সরকার একটি সুন্দর সুষ্ঠ নির্বাচনে পরিবেশ করে দিবেন।
এসময় তিনি ইভিএম ভোট সর্ম্পকে বলেন, ইভিএম একটি নতুন পদ্ধতি তাই এটা আমরা ব্যবহার না করলে বুঝতে পারবো না এটার ভালো মন্দ দিকটা। এখন এটা নিয়ে কিছু বলা ঠিক হবেনা। নির্বাচন দেখি তারপর বলা যাবে ভালো হবে না খারাপ হবে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোটগ্রহণ হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। এই নির্বাচনে ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত সিটি নির্বাচনে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে বিপুল ভোটের ব্যবধাবে পরাজিত করেছিলেন নৌকার প্রার্থী ডা. আইভী। এবারের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা