February 12, 2025, 1:44 pm

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সদর উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার জেলা আ’লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই করোনা ভাইরাসে নিহত নেতাকর্মীসহ অন্যান্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, প্রবীণ নেতা মো. আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাপস সরকার, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, শহর আ’লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহŸান জানান। আওয়ামী লীগের নীতি আদর্শে পরিপন্থী এবং মুক্তিযুদ্ধে সচেতনা বিরোধী অনুপ্রবেশকারীদের দল থেকে বহিষ্কার করতে হবে এবং দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহŸান জানান বক্তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা