February 5, 2025, 4:44 am

অধ্যক্ষের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের অধ্যক্ষের বদলীর আদেশ প্রত্যাহারের মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর নূর আক্তারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
৩০ই অক্টোবর বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ প্রফেসর নূর আক্তার ২০১৬ সালের ২৮ নভেম্বরের যোগদানের পর কলেজের ফলাফল সন্তোষজনক সহ সার্বিক উন্নয়ন হয়েছে। অধ্যক্ষ আমাদের সন্তানের মতো দেখে রাখেন। কলেজের সার্বিক উন্নয়ন ও আমাদের ভালো ফলাফলের জন্য তাঁকে প্রয়োজন।
সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর নূর আক্তারের আবেদনের প্রেক্ষিতে ২৯ অক্টোবর বদলী করা হয়। এ খবর কলেজে পৌঁছলে অধ্যয়নরত শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা