শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা আদায় ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বেলা ১১:৩০টায় অবরোধের সমর্থনে রাজধানীর মতিঝিলের শিল্পব্যাংক ভবন থেকে দৈনিক বাংলা অভিমুখে জাতীয়তাবাদী যুবদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সাধারণ সম্পাদক এমরান হোসেন মানিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাব্বির সাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব,সদস্য কায়সার কাদের সরকার মামুন, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, আব্দুল মালেক, মহানগর দক্ষিন যুবদল নেতা রেজাউল করিম রিয়ন, আল আমীন হোসাইন, আমজাদ হোসেন খোকন,আব্দুল মোতালেব, টিপু সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ।