April 28, 2024, 2:32 am

গাইবান্ধায় কুমারী পূজা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি :শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধায় শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে গতকাল রোববার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে আনন্দে মেতে ওঠে সকলে। আরাধনা করা হয় দেবী দুর্গার। হয় সন্ধি পূজা। এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। বেলা ১১টায় কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
শহরের মাস্টারপাড়ার বাসিন্দা দেবাশীষ পাল ও স্বাগতা পালের মেয়ে স্পৃহা পাল (৭) কে নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শ্রী রামকৃষ্ণ আশ্রমে। স্পৃহা পাল স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনী বেজে উঠে। পুজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা