April 27, 2024, 7:39 am

কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিবাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।
নিরাপদ সড়ক চাই (নিচসা) কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনর রশীদ বুলবুল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিচসা) উপজেলা শাখার সদস্য আবুল কালাম মিন্টু, গোলাম ফারুক বাবু।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম, সদস্য প্রভাষক আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল করিম, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, তাহমিনা পারভীন, আসাদুজ্জামান, নিউজ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক, রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা