May 2, 2024, 8:48 am

সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামালের বিরুদ্ধে ডিসি এসপির কাছে প্রবীন সাংবাদিকের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ সাইবার অপরাধী ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ৯ অক্টোবর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে প্রবীন সাংবাদিক মোঃ আনোয়ারুল হক।

লিখিত অভিযোগে জানা যায়, অসৎ ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে প্রতারক কামাল প্রধান (৪২) এর ফেসবুক আইডি ও কামাল প্রধানের পরিচালিত ভুয়া কয়েকটি ফেসবুক আইডি দৈনিক আজকের নীলকণ্ঠ, কামাল প্রধান সমর্থক গোষ্ঠি, দৈনিক আজকের ইহকাল, দৈনিক আজকের বীরশ্রেষ্ঠ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, খবর নারায়ণগঞ্জ প্রতিদিন, ডেইলি নিউজ, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাব সহ আরও কয়েকটি ফেক আইডি খুলে উল্টাপাল্টা স্ট্যাটাস ও কমেন্টসহ ছবি সংবলিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কল্পকাহিনী তৈরি করে খবর পরিবেশন করছে এবং সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়াও ঐসকল ফেক আইডিগুলো থেকে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট জনদের নিয়েও অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সরকার অনুমোদনহীন দৈনিক আজকের নীলকণ্ঠ নামক একটি ভুয়া পত্রিকা আকারে তৈরি করে অশ্লীল শব্দসহ আজেবাজে কথা লিখে পত্রিকা প্রকাশ করছে। যা সরকারের অধিনে আইনত দন্ডনীয় অপরাধ। সাংবাদিক আনোয়ার তার অভিযোগে আরও বলেন, অদ্যবধি পর্যন্ত নিয়মিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিক ভাবে আমার সম্মানহানী করছে এবং মিথ্যা মামলা মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করে দেখে নেবার হুমকী দিচ্ছে। বিবাদী কামাল প্রধান এর ফেসবুক আইডিগুলো থেকে অপপ্রচারের কারণে আমি সামাজিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং ক্ষয়ক্ষতির আশংকা করছি। প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে এবং সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানায় জাল দলিল সৃজন সহ প্রতারনা নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ আদালতে একাধিক প্রতারনার মামলা চলমান রয়েছে এবং বর্তমানে কয়েকটি মামলায় নারায়ণগঞ্জ আদালত থেকে কামালকে সাজা প্রদান করা হয়েছে। প্রতারনার দায়ে এক বছরের সাজা, চেক ডিজঅনার মামলায় আট মাসের জেল ও আরো দুটি চেক ডিজঅনার প্রতারনার মামলায় ছয় মাস, ছয় মাস করে দুটি রায় দিয়েছে আদালত। বর্তমানে সাজাসহ কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হিসেবে কামাল প্রধান অপকর্ম চালিয়ে যাচ্ছে। কামাল প্রধান বন্দর ছেড়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাজার রোডে একটি পাঁচতলার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করছে। কামালের বিরুদ্ধে সাংবাদিক আনোয়ার বন্দর থানায় জিডি এবং জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে এর আগেও লিখিত অভিযোগ দায়ের করেছিল। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সাংবাদিক আনোয়ার বর্তমানে আবারও ক্ষয়ক্ষতির আশংকা করছে। অপর দিকে বারংবার জীবন নাশের হুমকী দিয়ে যাচ্ছে পলাতক আসামী কামাল প্রধান। এ ব্যাপারে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীসহ ডিসি এসপির কাছে দ্রুত কামালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভুগী প্রবীন সাংবাদিক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা