April 26, 2024, 1:10 am

কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ের কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কঁাচপুর হাইওয়ে থানার পাশেই বিভিন্ন যাত্রীবাহী
পরিবহনে প্রকাশ্যে চঁাদাবাজীর ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
গতকাল রোববার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কঁাচপুর এলাকায় এ ঘটনাটি
ঘটে। এ সময় পরিবহন শ্রমিকরা চঁাদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহাসড়কে গাড়ী
বেরিকেড দিয়ে অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে
পরে যাত্রী সাধারণ।
পরে খবর পেয়ে কঁাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) ইব্রাহিম ঘটনাস্থলে
এসে পরিবহন শ্রমিকদেরকে চঁাদাবাজদের গ্রেফতারের বিষয়ে আশ্বাস দিলে তারা
মহাসড়কের ব্যারিকেড ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যাত্রী পরিবহন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কঁাচপুর অতিক্রম করার সময় কঁাচপুর হাইওয়ে থানা সামনে
চঁাদাবাজরা বিভিন্ন গাড়ী থেকে জোরপূর্বক চঁাদা উত্তোলনের সময় পরিবহন শ্রমিকদের
সাথে বাক-বিতন্ডা হয়। এসময় চঁাদাবাজরা শ্রমিকদেরকে মারধর করার চেষ্টা করলে শ্রমিকরা
মহাসড়কে গাড়ী ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে।
জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৩০২) এর ব্যানারে
কঁাচপুর স্ট্যান্ডের সিলেটগামী লেন এবং চট্টগ্রামগামী লেনে দীর্ঘদিন ধরে পৃথকভাবে
জোরপূর্বক চঁাদা উত্তোলন করে আসছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
(রেজি: নং-১৭২৪) অন্র্Íভুক্ত নারায়ণগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৩০২)
এর সোনারগঁায়ের কঁাচপুর ইউনিয়ন শাখার ব্যানারে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট
মহাসড়কের কঁাচপুর বাস স্ট্যান্ড এলাকায় দু’টি স্পটে দেশের উত্তর পুর্বাঞ্চল এবং দক্ষিন
পূর্বাঞ্চলের বিভিন্ন যাত্রী পরিবহন থেকে রশিদের মাধ্যমে ৫০ টাকা করে প্রকাশ্যে
জোরপূর্বক চঁাদা উত্তোলন করছে ওই সংগঠনটি। আর এ চঁাদাবাজীর নেতৃত্ব দিচ্ছেন
জিয়া নামে এক চঁাদাবাজ। তার নেতৃত্বে প্রতিদিন কঁাচপুর এলাকায় দু’টি স্পটে
সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এ চঁাদা উত্তোলন করা হয়। কেউ চঁাদা দিতে
অস্বীকৃতি জানালে তাদেরকে মারধর করা হয় এমনকি গাড়ী পর্যন্ত আটক করে রাখা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কঁাচপুর হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) ইব্রাহিম
জানায়, তিশা পরিবহনের একটি বাস কঁাচপুর থেকে যাত্রী উঠানোর সময় কে বা কারা ৫০
টাকা চঁাদা দাবী করাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে
গিয়ে গাড়ীর লোকজনকে বুঝিয়ে মহাসড়ক থেকে গাড়ি সড়িয়ে দিলে যান চলাচল
স্বাভাবিক হয়। আমরা চঁাদাবাজদের বিষয়ে নজর রাখছি। হাতে-নাতে পেলে তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।#####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা