May 19, 2024, 1:08 pm

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন এর বর্ণাঢ্য আয়োজনে “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি”এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে থেকে নববর্ষের
মঙ্গল শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান সড়ক, ত্রিমোহিনী মোড় হয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও তবলার মনোমুগ্ধকর লহড়া পরিবেশন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন এবং চিত্রাংকন, রচনা আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায় ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, কেশবপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.টি.এম বদরুজ্জামান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, সহকারী অধ্যক্ষ মশিহুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, প্রভাত কুমার রায়, উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদ, যশোর জেলার ওর্য়াকার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী,ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপ্পিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা