April 26, 2024, 8:03 am

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র আয়োজনে পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক দিলীপ মোদক এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মধুসূদন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, উদীচী কেশবপুর উপজেলার সভাপতি অনুপম মোদক, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, দলিত পরিষদের সভাপতি সুজন দাস, বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম, অধ্যাপক তাপস মজুমদার, সাংস্কৃতিক কর্মী সমীর দাস প্রমূখ।এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ ও জন্মস্থান সাগরদাঁড়ির পরিচিতি দেশের সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। মহাকবির জন্মস্থান সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে এলাকায় প্রাণ ফিরে পাবে বলে মনে করেন উপজেলার সুশীল সমাজ ও শিক্ষানুরাগী মহল। সেই দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গরা বক্তব্যের মাধ্যমে স্থানীয় এমপি শাহীন চাকলাদার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা