September 21, 2024, 12:24 am

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই-এমপি শাহীন চাকলাদার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই। আর সেজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই। আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের মধ্যে নেতাকর্মীদের নৈতিকতা সমৃদ্ধ করা প্রয়োজন। সব জায়গায় যে অবক্ষয়, সেই অবক্ষয়ের হাত থেকে রাজনীতিকে মুক্ত রাখতে হবে। সংগঠনের নেতাকর্মীদের যে নৈতিক মনোবল আছে, তা বাড়াতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্রক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্রক্ষমতায় আসবো। নেতাকর্মীরা বিনয়ী হলে জনগণ অব্যাহতভাবে আমাদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
মানবতার মা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২৪ নভেম্বর ঐতিহাসিক যশোর জেলার আগমন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (রবিবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন সভাপতিত্ব করেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলার সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য অধ্যাপিকা রেবা ভৌমিক, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের শামছুন্নাহার লিলি, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশেষ বর্ধিত সভায় মানবতার মা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী ২৪ নভেম্বর যশোর আগমন উপলক্ষে ও জনসভাকে সফল করতে কেশবপুর উপজেলা থেকে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা