May 18, 2024, 4:25 am

যশোরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন খুলনার ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা নবমীর রাতে যশোর কোতয়ালী মডেল থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার)।
৪ অক্টোবর (মঙ্গলবার) মহা নবমীর রাতে খুলনা রেঞ্জের ডিআইজি নীলগঞ্জের মহাশ্মশান পূজা মন্দির, রেল রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও লালদীঘির পাড়ে অবস্থিত পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) বলেন, আমাদের সকলকে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা রাষ্ট্রকে ভালোবাসি এবং চেতনাকে ভালোবাসি। গুটি-কয়েক ব্যক্তি আমাদের চেতনাকে কলুষিত করতে চাইবে, এটা যুগে-যুগেই থাকবে। সকলে মিলে এটাকে প্রতিহত করাই আমাদের কাজ।
রাষ্ট্র আপনার, সকল উৎসব পালন করার অধিকার আপনাদের আছে এবং সেটা নিরাপত্তা দেয়ার লক্ষ্যে বাংলাদেশে পুলিশ বাহিনী তথা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি উপস্থিত সকলকে একটি সুস্পষ্ট বার্তা প্রদান করে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন কয়েকটি নিরাপদ ও সুশৃংখল দেশের মধ্যে বাংলাদেশ, এখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয়ের পক্ষ হতে সকলকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার বক্তব্যে বলেন, সমগ্র যশোর নিরাপত্তার চাদরে ঢাকা আছে, এখানে জেলা পুলিশের পক্ষ হতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে তবে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি যশোর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা