May 19, 2024, 1:29 pm

মুক্তিপণ আদায়ের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর শিহাব অপহরণ ও খুনের ঘটনা : তিন খুনি গ্রেফতার

গাইবান্ধা থেকে সোহাগ মৃধা ঃ ৫০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের জন্যই গাইবান্ধার সুন্দরগঞ্জে স্কুলছাত্র শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণ ও পরে নির্মমভাবে খুন করা হয়। পুলিশের ব্যাপক তৎপরতায় মাত্র পাঁচদিনে হত্যাকান্ডের সাথে জড়িত তিন কিশোর মো. আবদুর রাজ্জাক সুমন (১৫), মো. জিন্নাহ মিয়া (১৬), মো. বাদশ মিয়া (১৪) পুলিশের জালে আটকা পড়ে। বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জনাকীর্ণ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। নিহত শিহাব সুন্দরগঞ্জের ব্যবসায়ী আনিছুর রহমানের অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত ছিল। গত ১৪ জুলাই রাতে তাকে অপহরণ করা হয়। পরদিন বিকেলে লালচামার গ্রামের তিস্তানদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, ধনী পরিবারের ছেলে শিহাবকে ঈদুল আজহার ১৫দিন আগে অপহরণ করার পরিকল্পনা করে ওই কিশোররা। এ জন্য তারা ধুবনী এলাকায় একটি বাসার রুম ভাড়া করে। তারা রিয়া নামের একটি কল্পনা প্রসুত মেয়ের সাথে শিহাবের প্রেমে সম্পকের্র ব্যাপার বলে আলোচনার উদ্দেশ্যে তাকে ১৪ জুলাই বেলকা এমসি বিদ্যালয়ের পেছনে ডেকে নেয়। তারা শিহাবকে জুসের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে মাথায় আঘাত করে অচেতন করে এবং সেখান থেকে মোটর সাইকেলে করে ধুবনীর ভাড়া করা ঘরে নেয়। কিন্তু বাড়ির মালিক টের পেলে তাদের মুক্তিপণ চাওয়া সম্ভব হয়নি। তখন শিহাবকে খুনের পরিকল্পনা করে তারা। রাত আড়াইটার দিকে চোখ বেঁধে অচেতন করে শিহাবকে তিস্তা নদীর ঘাটে নিয়ে গিয়ে হাত বেঁধে একটি বস্তার ভরে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা