April 30, 2024, 1:59 pm

সাভারে চাঞ্চল্যকর সোহেল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মানিক’কে দিনাজপুর হতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :পূর্ব শত্রুতার জেরে গত ২০ নভেম্বর ২০২১ তারিখ সন্ধা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ধৃত আসামী ও অন্যান পলাতক আসামীরা ভিকটিম সোহেল হোসেন (৩০)কে বাসা হতে ডেকে এনে সাভার মডেল থানাধীন পৌর ৮ নং ওয়ার্ডস্থ ডেলটার মোড় সংলগ্ন একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ফেলে এলোপাথারি ভাবে মারধর করে। এক পর্যায়ে ধৃত আসামী এবং অন্যান্য পলাতক আসামীরা ভিকটিম সোহেল হোসেন (৩০)কে জাপটে ধরে ধারালো অস্ত্র দিয়ে নাভির নিচে সজোরে আঘাত করে ও পেটের ভুরি ক্ষতবিক্ষত করে এবং ভিকটিমের ভুরি বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম’কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

৩। গোয়েন্দা অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যার সাথে জড়িত মূল হত্যাকারী এজাহারনামীয় ০১ নং আসামী দিনাজপুর জেলার বিরামপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৯/১১/২০২১ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে সোহেল হত্যার সাথে সরাসরি জড়িত নিম্নোক্ত ০১ জন এজাহার নামীয় আসামী’কে গ্রেফতার করা হয়ঃ

ক। মোঃ মানিক মোল্লা (৩৩), জেলা- রাজবাড়ী।
(০১ নং এজাহারনামীয়)

৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। ভিকটিম ও হত্যাকারী পূর্ব পরিচিত। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে জানা যায়।

৫। গ্রেফতারকৃত আসামীকে সাভার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা