April 26, 2024, 2:42 am

গাউসিয়ায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ আভিযান

ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের ভূলতা গাউসিয়া মার্কেট এলাকায় মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউসিয়া মার্কেটের দু’পাশের সরকারি জায়গা দখল করে ওই এলাকার সরকারদলীয় প্রভাবশালী চক্র বিভিন্ন দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট হারে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৩০ থেকে ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ভূলতা গাউসিয়া মার্কেটের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা- সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মনিটরিং করা হবে। আর মহাসড়কের প্রতিবন্ধকতা মোকাবেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা