May 1, 2024, 1:11 pm

বাঘায় চলছে কঠোর লকডাউন, তত্ত্বাবধান করছেন নিবার্হী কর্মকর্তা।

বাঘা(রাজশাহী)প্রতিনিধি:সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ১লা জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ও শার্টডাউন ঘোষণা করেছেন।তার পরেও অনেক ব‍্যবসায়ী এই নির্দেশ মানছেন না। এ কারনে শুক্রবার (২ জুলাই) বাঘা উপজেলাধীন বাঘা বাজার, চন্ডিপুর বাজার, পারসাওতা ও মীরগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এর পক্ষ থেকে অভিযান চালানো হয়।এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি দোকান ব্যবসায়ীকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন। এসময় প্রেসকার আব্দুল আজিজ ও পুলিশ, আনছার সদস্য সঙ্গে ছিলেন।

বাঘা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যবসায়ীদের দোকান খোলা দেখে তিনি তাদের সাথে কথা বলেন এবং ৪ জন দোকান ব্যবসায়ীর নিকট ১৩ হাজার ৩শত টাকা জরিমানা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা