September 12, 2024, 12:07 am

মেরুরচরের বিধবা ও প্রতিবন্ধীকে নিয়ে প্রকাশিত সংবাদে আনারুলের ব্যাখ্য

বকশীগঞ্জ প্রতিনিধি)জামারপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বিধবা জহুরা বেগম ও এক প্রতিবন্ধীকে নিয়ে একই এলাকার আসিফ খন্দকার ওরফে আনারুলকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেন আনারুল।
তিনি বলেন, মৃত জংসের আলী স্ত্রী জহুরা বেগম গণমাধ্যমকর্মীদের কাছে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। আমার প্রতিপক্ষ একটি মহল বিধবা জহুরা বেগমকে কূ-পরামর্শ দিয়ে মিথ্যা অভিযোগ উত্থাপন করিয়েছে। পাশাপাশি মেরুরচর গ্রামের বাক্কারের প্রতিবন্ধী ছেলের কার্ডের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কাগজপত্র নিয়ে তার টাকা নিয়ে নেওয়ার বিষয়টি মিথ্যা। সংবাদ প্রকাশের পর ভোক্তভূগীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গেলে তারা তাদের অভিযোগ প্রত্যাহার করে নেয়। বর্তমানে তারা তাদের ভাতা পাচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা