April 26, 2024, 3:50 am

সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে চাঁদা উত্তোলণের সময় হাতে-নাতে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার। গতকাল রোববার সকাল সাড়ে ১১’টার দিকে শিমরাইল (চিটাগাংরোড) নয়াআটি এলাকায় লেগুনা স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা (৩১) ও মিজানুর রহমান তালুকদার (২৫)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২’হাজার ৪’শ ৫০’টাকা ও চাঁদা আদায়ের ১’টি খাতা জব্দ করা হয়। র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, উপস্থিত স্বাী ও লেগুনা চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পলাতক আসামি রাশেদের প্রত্য মদদে জুয়েল ও রতনের সহযোগিতায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ১’শ ৫০ থেকে ২’শ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভুগী চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে লেগুনা স্ট্যান্ডে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২’হাজার ৪’শ ৫০’টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ২’সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক আসামী রাশেদ, রতন ও জুয়েলের প্রত্য মদদে ও পরষ্পর যোগসাজসে অবৈধভাবে লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ। ইতপূর্বে চাঁদাবাজি করার অপরাধে পলাতক আসামি রাশেদ, রতন ও জুয়েলদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে র‌্যাবের এই কর্মকর্তা জানান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। #####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা