গাইবান্ধা প্রতিনিধি :মহানবী (সা:) এর অবমাননাকারী, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী মামুনুল হক ও ফয়জুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মুক্তিযুদ্ধ মঞ্চ গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি মো. নিজাম উদ্দিন খান, সহ-সভাপতি মো. জাকিউল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আবু হাসান লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ খান, রাকিব শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক রাহুল আহমেদ, মো. রুহুল আমিন সরকার রবিন প্রমুখ।
বক্তারা মহানবী (সা:) এর অবমাননাকারী, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের বলাৎকারের সমর্থনদাতা, ইসলামের প্রকৃত শত্রæ ও ধর্ম ব্যবসায়ি মামুনুল হক এবং ফয়জুল করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।