January 15, 2026, 5:05 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক সূচনা যশোর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

জেমস আব্দুর রহিম রানা, যশোর :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই আসনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এলাকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, জল্পনা-কল্পনা ও নির্বাচনী উত্তাপ।
সোমবার (শেষ দিন) মনিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের কার্যালয়ে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। একই দিনে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন— বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ আহমাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদিন টিপু এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান।
অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন— স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, ডা. নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, যশোর-৫ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দিনভর প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে মনিরামপুর উপজেলা চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও কোথাও স্লোগান, মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর-৫ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। এখানে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের শক্ত অবস্থান থাকায় আসন্ন নির্বাচন হবে বেশ উত্তেজনাপূর্ণ। মনোনয়নপত্র যাচাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর প্রকৃত নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে প্রার্থীরা প্রত্যেকে এলাকাবাসীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এখন নির্বাচন কমিশনের ঘোষিত পরবর্তী ধাপগুলোর দিকে তাকিয়ে রয়েছে যশোর-৫ আসনের সাধারণ ভোটাররা।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা