February 5, 2025, 6:39 am

কেশবপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত ও আহত-২

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর উপজেলার কাস্তা নতুন বাজার এলাকায় শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক ফেরদৌস (১৯) নামে এক ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং সাইকেলে থাকা আব্দুস সালাম (১৫) ও আক্তারুজ্জামান (১৭) নামের দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার কাস্তা নতুন বাজার ও পুরাতন বাজারের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত ফেরদৌস উপজেলার গাজী ভাটার শ্রমিক বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। সে উপজেলার শিকারপুর গ্রামের আবুল সরদারের ছেলে। দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকচালককে আটক এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়ে ফেরদৌস, আব্দুস সালাম ও আক্তারুজ্জামান তাদের কর্মস্থল ইট ভাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় কেশবপুরের দিক দিয়ে ছেড়ে যাওয়া ফরিদপুর-ট ১১-০২৮২ নম্বরের শাহ সিমেন্টের ট্রাকটি বাইসাইকেলে ধাক্কায় ঘটনাস্থলে ফেরদৌস নিহত হয়েছে এবং আব্দুস সালাম ও আক্তারুজ্জামান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যাক্তিদের বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমী কলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। দুইজন ভর্তি রয়েছেন, তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ট্রাকচালককে আটক করাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা