প্রেস রিলিজ ঃগোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০১ জানুয়ারি শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া পাখির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী মাছ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ ফাহিম মজুমদার (২০) এবং ২। মোঃ শাহিন (১৯)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ১০টি প্লাস্টিকের ড্রামসহ ০১টি পিকআপ, ০২টি মোবাইল ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৫২৩০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ফাহিম মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুপুয়া এলাকার মোঃ আব্দুল মান্নান মজুমদার এর ছেলে এবং অপর আসামী মোঃ শাহিন একই জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সুবর্ণপুর (বানিপুর) এলাকার মৃত রফিক এর ছেলে। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে পিকআপ এর চালক ও হেলপারের ছদ্মবেশ ধারন করে মাছসহ বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।