May 7, 2024, 4:23 am

মতলবে নির্মান শেষ না হতেই ভেঙ্গে পরছে কালভার্ট

আব্দুল মান্নান খান, মতলব দক্ষিণঃমতলবে নির্মান শেষ না হতেই ভেঙ্গে পরছে কালভার্ট। কোন সংস্থার কাজ ও কোন ঠিকাদারি প্রতিষ্ঠান করছে এবিষয়ে কোন তথ্যই দিতে রাজি হয়নি কাজগুলোর তদারকিতে থাকা স্থাণীয় শিপন পাটোয়ারী। লকডাউনে উপজেলার দপ্তগুলো বন্ধ থাকায় সেখান থেকেও জানতে পারা যায়নি এবিষয়ে।
জানাযায়, কৃষি কাজে সু্বিধার জন্য পানি সরাতে মতলব দক্ষিণ উপজেলার গোড়াধাড়ী গ্রামের ১ নং ওয়ার্ডের খান বাড়ি সংলগ্ন একটি ও ২ নং ওয়ার্ডে প্রধানিয়া বাড়ি সংলগ্ন দুইটি কালভার্ট তৈরি করা হচ্ছে। কিন্তু নির্মান কাজ শেষ না হতেই কালভার্টগুলোর ঢালাই ভেঙ্গে পরে যাচ্ছে। চলতি পথে বিষটি নজড়ে পড়লে স্থানীয় মানুষদের কাছে এগুলো কে করছে জানতে চাইলে স্থানীয় শিপন পাটোয়ারীর নাম আসে।
পরে শিপন পাটোয়ারীর মোবাইলে যোগাযোগ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কোন সংস্থার কাজ জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানায়। এছাড়াও চলমান রাস্তা কেটে চলছে এই কালভার্টগুলোর নির্মান কাজ।
স্থানীয় ইউপি সদস্য বাবু ও ফজলুল হক বলেন, কাজগুলো সে কারও কাছ থেকে এনে করছে তবে কাজের মান অত্যান্ত খারাপ। সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি আমরা।
উপজেলার দপ্তরগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট কারো বক্তব্য নেয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা