May 4, 2024, 11:35 pm

গোবিন্দগঞ্জে দুটি পশুর হাট ভেঙে দিয়েছে প্রশাসন

গাইবান্ধা জেলা প্রতিনিধি :সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে পশুর হাট বসেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে। মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয় এই পশুর হাট।

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। সরকারের দেওয়া লকডাউনের বিধিনিষেধ অমান্য করে উপজেলার মহিমাগঞ্জে পশুর হাট বসে। হাটের ইজারাদার তাজুল ইসলামের বিরুদ্ধে পশুর হাট লাগানোর অভিযোগ উঠেছে। হাটে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার আগমন ঘটে। ক্রেতা বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি না থাকায় সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের নেতৃত্বে পশুর হাট ভেঙে দেওয়া হয়।

অপরদিকে, মঙ্গলবার উপজেলার নাকাই হাটে পশুর হাট বসে। হাটে স্বাস্থ্যবিধি না থাকায় বিকাল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনে পশুর হাটটি ভেঙে দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা