January 15, 2026, 5:08 pm

সাঘাটা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আল কোরআন শরিফ বিতরণ

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সাঘাটার কামালেরপাড়ায় সাঘাটা উন্নয়ন সংস্থা – SUS এর উদ্যোগে কামালেরপাড়া ইউনিয়নের পাছগড়গড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার কামালেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি বেলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মিঠু, রব্বানী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ।

এই উদ্যোগের মাধ্যমে সাঘাটা উন্নয়ন সংস্থা এলাকার শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে তাদের অবদান রাখছে। সংস্থার সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন।

সাঘাটা উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন যা এলাকার সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, শীতবস্ত্র, বৃক্ষরোপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

সংস্থার সদস্যরা জানান, তারা এলাকার মানুষের জন্য আরও বেশি কাজ করতে চান এবং তাদের সেবা প্রদান করতে চান।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা